নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধবন্দী হিসেবে আটক থাকার পর রাশিয়া ইউক্রেনের ২২ জন সামরিক কর্মকর্তাকে সোমবার মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক।
ইয়ারমাক বলেন, 'আরও ২২ জন ইউক্রেনীয় সৈন্যকে বন্দীদশা থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুজন কর্মকর্তা, বেসরকারী এবং নন-কমিশনড কর্মকর্তা রয়েছেন। তারা বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিপ্রাপ্তদের মধ্যে আহতও রয়েছে।'
তিনি বলেন, 'মুক্তিপ্রাপ্ত প্রত্যেক সৈন্যকে শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে।'