নির্বাচনঃ ২১৬ টি আসন-সমাজবাদী পার্টির সঙ্গে চুক্তি! কী বললেন বিরোধী দলনেতা?

সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বড় মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা ওয়াদেত্তিওয়ার।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বৃহস্পতিবার বলেছেন যে মহা বিকাশ আঘাদি ২১৬টি আসন নিয়ে আলোচনা করেছে এবং বাকি আসনগুলি আজকের বৈঠকে আলোচনা করা হবে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে মুম্বাইয়ের সোফিটেল হোটেল বিকেসি-তে এমভিএ একটি বৈঠক করছে, যা ২০ নভেম্বর এক দফায় অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওয়াদেত্তিওয়ার বলেন, "এমভিএ-তে ২১৬টি আসন নিয়ে আলোচনা হয়েছে। বাকি ৬৬টি আসন নিয়ে আজ আলোচনা হবে। তাই আশা করা হচ্ছে, আজ সন্ধ্যায় বা আগামীকালের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমভিএ'র আসন ভাগাভাগির ঘোষণা দেওয়া হবে।" 

আসন ভাগাভাগি নিয়ে এমভিএ-র সঙ্গে মতবিরোধের জেরে সমাজবাদী পার্টির সভাপতি আবু আজমির একটি পোস্টে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা বলেন, সপা-র জন্য জোটের কোনও দরজা বন্ধ নয়, দু'দিনের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।