নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: নাবালিকাকে শারীরিক নির্যাতন এর অভিযোগে পক্সো বিশেষ আদালতে ৩৭৬/৩, এবং পক্সো ৬ ধারায় অভিযুক্তর ২০ বছরের সাজা ঘোষণা করলেন মহামান্য বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। আপাতত সেই নাবালককে ২০ বছর জেলেই কাটাতে হবে।
ঘটনার সূত্রপাত ২০২০ সালে। রাজা মান্ডি নামে এক যুবক এক কিশোরীকে খেলার মাঠ থেকে জঙ্গলে কিছু দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। তারপর ঐ বাচ্চাটির উপর শারীরিক নির্যাতন করে। গুরুতর আহত, রক্তাক্ত অবস্থায় বাড়িতে পৌঁছালে মা ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করেন। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২০ সালে চার্জ গঠন হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। আর এদিন বিচারক ওই অভিযুক্ত নাবালককে ২০ বছরের জেলের সাজা শুনিয়েছে। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর তা না হলে আরও তিন মাস জেলেই থাকতে হবে অভিযুক্তকে।
অপর দিকে বেলিয়াবেড়া থানায় গত ২২/০৬/২০১৫ তারিখে নাবালিকা কন্যাকে অপহরণের অভিযোগে লাল্টু ঘোষ নামে এক ব্যক্তির ৫ বছর সাজা ঘোষণা করল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জিমুতবাহন বিশ্বাস অভিযুক্তকে ৫ বছর স্বশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।