নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, কম্বোডিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে শনিবার বিকেলে গোলাবারুদ বিস্ফোরণে ২০ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী হুন মানেত।
হুন মানেত বলেন, "কামপং স্পেউ প্রদেশের ওই ঘাঁটিতে বিস্ফোরণের খবর পেয়ে আমি 'গভীরভাবে মর্মাহত' হয়েছই। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।"
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবনে এখনও ধোঁয়া উঠতে দেখা গেছে, অন্তত একটির ছাদ উড়ে গেছে এবং সৈন্যদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। অন্যান্য ছবিতে ছাদে গর্তযুক্ত বাড়িগুলো দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেনাপ্রধান জেনারেল মাও সোফানের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত প্রতিবেদনে ঘটনাস্থলে থাকা সেনা কর্মকর্তা কর্নেল ইউয়েং সোখোন বলেন, 'চারটি ভবন ধ্বংস হয়েছে- তিনটি সংরক্ষণাগার ও একটি কাজের সুবিধার জন্য। তিনি আরও জানান, ২৫টি গ্রামবাসীর বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।'