নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, দিল্লির ধৌলা কুয়াঁর কাছে একটি ডিটিসি ইলেকট্রিক বাসে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন।
জানা গিয়েছে, এফএসএল এবং পুলিশ দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় আগুন লাগা ডিটিসি বাসটি তদন্ত করে।
জিজ্ঞাসাবাদে কন্ডাক্টর জানান, বাসটিতে মোট ১০-১৫ জন যাত্রী ছিলেন। বিকেল সোয়া ৫টার দিকে বাসটি রিং রোডে পৌঁছালে পেছনের দিক থেকে ধোঁয়ায় ভরে যায়। চালক অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্রাইম টিম এবং এফএসএল দল পরীক্ষার জন্য ঘটনাস্থলে রয়েছে। ২ জন আহত হয়েছেন এবং বাকি যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে।