নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পূর্ব জেরুজালেমের আল-ইসাভিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোসাইটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সংস্থাটি পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা প্রদান করে।
ত্রাণ সংস্থাটি আরও জানিয়েছে, তারা গুলিবিদ্ধ দু'জন, কাঁদানে গ্যাসের আঘাতে দুজন এবং রাবার বুলেটের আঘাতে আহত একজনসহ পাঁচজনকে চিকিৎসা দিয়েছে।
পূর্ব জেরুজালেমের আল-ইসাভিয়া এবং অন্যান্য এলাকা ইসরায়েলি বাহিনী শুক্রবার অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে কিছু লোক শুক্রবার জুমার নামাজের জন্য আল-আকসা মসজিদে পৌঁছাতে পারেনি। ফলে ওই সব এলাকায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং আল-ইসাভিয়ায় সংঘর্ষ চলছে।
শুক্রবার জেরুজালেম পুলিশ জানিয়েছে, ওই এলাকার কর্মকর্তারা আকাশপথে আতশবাজি ও মলোটোভ ককটেল নিক্ষেপ করেন এবং এর জবাবে কর্মকর্তারা তিন হামলাকারীকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করেন।
জানা গিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পূর্ব জেরুজালেম জুড়ে পুলিশ বাহিনী বর্তমানে কাজ করছে।