নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কলকাতায় এলেন ২ ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা। ২ ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসককে।
মূলত এই বৈঠকে, জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। ভোটার তালিকা প্রস্তুত, তালিকা সংশোধন, পরিচয় পত্র, ইভিএম-নিয়েও আলোচনা হবে বৈঠকে।