নিজস্ব সংবাদদাতাঃ জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আট ক্রু নিয়ে জাপানের নৌবাহিনীর দুটি হেলিকপ্টার টোকিওর দক্ষিণে রাতের প্রশিক্ষণ মহড়ার সময় প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এবং উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেন, "টোকিও থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের তোরিশিমা দ্বীপের কাছে শনিবার রাতে মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের দুটি এসএইচ-৬০কে হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আট ক্রুর মধ্যে একজনকে জল থেকে উদ্ধার করা হয়েছিল, তবে তার অবস্থা অজানা ছিল। বাকি সাতজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন কর্মকর্তারা।"
তাৎক্ষণিকভাবে বিধ্বস্তের কারণ জানা যায়নি জানিয়ে কিহারা বলেন, 'কর্মকর্তারা উদ্ধার অভিযানকে অগ্রাধিকার দিচ্ছেন।'