ভয়াবহ হামলা রাশিয়ার, ধ্বংস ইউক্রেন! নিহত ২, অন্ধকারে হাজার হাজার মানুষ

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে অবকাঠামোতে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও উত্তর-পূর্বাঞ্চলে এক হামলায় আরেকজন নিহত হয়েছেন।

firerussia

গভর্নর মাকসিম কোজিৎস্কি জানিয়েছেন, লভিভে হামলায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে এবং আগুন লেগেছে। তিনি জানান, উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, 'একটি গ্যাস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিমান হামলায় ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন।'

Add 1

এদিকে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, রবিবার রাশিয়ার একটি ড্রোন বিধ্বস্ত হয়ে একটি জ্বালানি স্থাপনায় আগুন লাগার পর হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ অপারেটর ডিটিইকে জানিয়েছে, হামলার ফলে প্রায় ১ লাখ ৭০ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।