নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী। ভোট নিয়ে দলীয় বৈঠক সেরে ফেরার পথে, রাস্তা আটকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডল এবং অঞ্চল আহ্বায়ক রমেশ পণ্ডিত।
অভিযোগ, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের কর্মীরা। গুরুতর আহত দু’জনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। যা জানা যাচ্ছে, মারধরে অভিযুক্ত পরিবহণ প্রতিমন্ত্রী ও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের আত্মীয়।
বিজেপির তরফে বিষ্ণুপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপিই প্রথমে হামলা চালায় বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।