নিজস্ব সংবাদদাতাঃ ভারতে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। ট্র্যাক থেকে ছিটকে গেল ট্রেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকালে আসামের ডিবালং স্টেশনে আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাসের ৮টি কামরা লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে লোকমান্য তিলক এক্সপ্রেস আগরতলা ছেড়ে এগোচ্ছিল। লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় সেই ট্রেন। দুপুর ৩টে ৫৫ মিনিটে লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে ঘটনাটি ঘটে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি রেলের তরফে।
কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। লুমডিং-বদরপুর লাইনে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। হেল্পলাইন নম্বরগুলো হল- ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬।