নিজস্ব সংবাদদাতা: পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পর অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালার পরিস্থিতি। গতকালের সেই চিত্র দেখেছে সকলেই। বিক্ষুব্ধ জনতা পুলিশের ভ্যান, দুটি বাইকে আগুন লাগিয়ে দিয়েছিল। বেহালা ট্রাফিক গার্ডে ভাঙচুর চালিয়েছিল। এমনকি বাদ যায়নি ওসির রুমও। সর্বদিকে ছিল শুধুই ধ্বংসের ছবি। পরিস্থিতি সামাল দিতে ময়দানে শেষমেশ নামতে হয়েছিল পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্সকে। সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় এবার ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।
এই ১৮ জনের বিরুদ্ধেই সরকারি সম্পত্তি নষ্ট করার, মানুষের জীবন প্রভাবিত করার মত একাধিক অভিযোগ রয়েছে। একই সাথে বেহালা চৌরাস্তার আজকের ভোল একেবারে পালটে গেছে। ডায়মন্ড হারবার রোডে জায়গায় জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড। ৫টি জায়গায় বসানো হয়েছে মুভেবল ড্রপগেট। জেব্রা ক্রসিং ধরেই যাতে পথচারীরা রাস্তা পেরোন, তা নিশ্চিত করছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য আজ থেকে সবই ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যদি একদিন আগেও নেওয়া হত, তাহলে এইভাবে চলে যেতে হত না ছোট্ট শিশুটিকে।