ভয়াবহ, সেনার গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী হামলা! নিহত ১৪ জন সেনা

পাকিস্তানে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজবভ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাসনি থেকে গোয়াদার জেলার ওরমারা যাওয়ার সময় নিরাপত্তা বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। সামরিক শাখা জানিয়েছে, স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে এবং এই জঘন্য কাজের অপরাধীদের খুঁজে বের করা হবে এবং বিচারের আওতায় আনা হবে।

আইএসপিআরের মতে, নিরাপত্তা বাহিনী পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি নিরাপত্তা বহরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

জিলানি বলেন, 'আমাদের সৈন্যদের ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, যার ফলে দেশের ১৪ জন সাহসী সন্তান শহীদ হয়েছেন। এই ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয়। শহীদ ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমাবেদনা। পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ।'