নিজস্ব সংবাদদাতা: ট্যাব নিয়ে বিস্তর হইচই রাজ্য জুড়ে। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে পৌঁছে গিয়েছে ভিন রাজ্যেও। সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের আরও এক জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী’ নিয়েও এবার নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সাইবার জালিয়াতি রুখতে নেওয়া হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে যেমন পড়ুয়াদের ট্যাব কেনার জন্য সরাসরি আর্থিক সাহায্য করা হয়, তেমনই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমেও রাজ্যে মেয়েদের পঠন পাঠনের জন্য সরাসরি আর্থিক সাহায্য করা হয়। গত কয়েক মাসে বড়সড় জালিয়াতির শিকার হয়েছে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। রাজ্য সরকারের মোটা অর্থ হাতানোর ছক কষেছিল সাইবার অপরাধীরা।
ট্যাব দুর্নীতির তদন্তে ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ১১৯০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে এই অর্থ ফেরত পেয়েছে রাজ্য। আর এবার সেই অর্থই ধীরে ধীরে দেওয়া হবে যারা জালিয়াতির শিকার হয়েছে, সেই সকল পড়ুয়ার অ্যাকাউন্টে। খুব তাড়াতাড়িই শুরু হবে সেই প্রক্রিয়া। একই সাথে যাতে কন্যাশ্রী প্রকল্পে এই ধরনের কোনও ঘটনা না ঘটে, সে দিকেও নজর রাখছে প্রশাসন।