নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন ধরেই চলছিল ভাঙন। পদ্মার সেই নদী ভাঙন দেখতে গিয়েই বাধল বিপদ। হঠাৎ করেই নদীর পাড় ভেঙে পড়ে গেলেন চারজন। চারজনই প্রথমে তলিয়ে গেলেও উদ্ধার হয়েছেন দু’জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাকি দু’জন এখনও নিখোঁজ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলার তারানগরের পদ্মাপাড়ের ঘটনা।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ ভাঙন দেখতে গিয়ে আচমকাই জলে পড়ে যান চারজন। নিখোঁজ দু’জনের মধ্যে একজন সিভিক ভলান্টিয়র। অপরজনের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছছে বিএসএফ এবং পুলিশ প্রশাসন।
লালগোলার তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলি বলেন, ” দীর্ঘদিন ধরেই পদ্মানদীতে ভাঙন চলছে। সেই ভাঙন দেখতে গিয়েছিলেন ওঁরা। সেটাই জানি। তখনই আচমকা তলিয়ে যান চারজন। জলে পড়ে যায় তাঁরা। তাদের উদ্ধারের কাজ চলছে। দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। অথচ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।”