নিজস্ব সংবাদদাতা : সামনেই দুর্গা পুজো। আগামীকাল বিশ্বকর্মা পুজো। তার পর গণেশ চতুর্থী। এবার সকলেই মর্ত্যে আসছে চন্দ্রযানে চেপে? ভারতের চাঁদ জয়ের পর থেকেই চন্দ্রযান যেন হিট থিম হয়ে উঠেছে পুজো উদ্যোক্তাদের কাছে। শহর থেকে জেলা , গণেশ পুজো হোক বা বিশ্বকর্মা পুজো, এমনকি দুর্গা পুজোর থিমও এই চন্দ্রযান ৩।সল্টলেকের বিবি ব্লকের গণেশ পুজোর প্যান্ডেলর ওপর চন্দ্রযান রকেটের একটি বিশাল মডেল রাখা হয়েছে। প্যান্ডেলের অভ্যন্তরে পৃথিবীর সাথে চাঁদের পৃষ্ঠের একটি বিশাল ফটোগ্রাফের সামনে একটি মঞ্চ করা হয়েছে। সিদ্ধিদাতাকে ঘিরে নানা চমক রয়েছে বোঝাই যাচ্ছে। মণ্ডপ সজ্জায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের ছবিগুলি স্পেসের অনুভূতি দেবে। গণেশ বসে রয়েছেন চন্দ্র পৃষ্ঠে। আর পৃথিবী থেকে ভক্তরা তাকে পরিদর্শন করছেন। ঠিক এমনই ভাবনা অনুভূত হবে প্যান্ডেলে গেলে। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রতি ৩০ মিনিটে একটি ভয়েসওভার ভাষ্য চাঁদে চন্দ্রযানের যাত্রার গণনা পুনরায় তৈরি করবে। এটিকে একটি বাস্তব অনুভূতি দেওয়ার জন্য, প্যান্ডেলের উপরে রাখা রকেটের থ্রাস্টার থেকে ধোঁয়া নির্গত হবে। থিমের নাম 'পাড়ি দিতে পারি'। ইসরোর সাফল্যে গর্বিত হয়ে এবার চন্দ্রযানেই হবে দেব-দেবীর আনাগোনা।