গণেশ চতুর্থী : মুম্বাইয়ের লালবাউগচা রাজা! First Look

গণেশ চতুর্থীকে ঘিরে সাজো সাজো রব। বহু গণেশ মূর্তির লুক প্রকাশ্যে এল। মহারাষ্ট্রে নামী পুজো গুলির মধ্যে একটি।

author-image
Pallabi Sanyal
New Update
েোৈীাৈ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইতে সাজো সাজো রব। ১০ দিন ধরে চলবে গণপতির আরাধনা। ইতিমধ্য়েই স্পেশাল ট্রেন ও বাসের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। এবার প্রকাশ্যে এল মুম্বইয়ের সবচেয়ে জনপ্রিয় লালবাউগচা রাজার  ফার্স্ট লুক। এছরের সিদ্ধাদাতার মূর্তিটি ১২ ফুট লম্বা। প্রতি বছর ভক্তদের ঢল নামে এই সময়ে। কার্যত বয়ে যায় জনজোয়ার।

প্রসঙ্গত, শুক্রবারই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ মুম্বাইয়ের দাদার স্টেশন থেকে কোঙ্কনের উদ্দেশ্যে "নমো এক্সপ্রেস" নামে গণপতি উরসবের বিশেষ ট্রেনটিকে সবুজ পতাকা দেখিয়েছিলেন ।এই অনুষ্ঠানে  ফাড়নবিশ বলেছিলেন যে মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আসন্ন উরসবের জন্য কোঙ্কন অঞ্চলে যাওয়া ভক্তদের জন্য ছয়টি বিশেষ ট্রেন এবং ৩৩৮টি বাসের ব্যবস্থা করেছে।