বাড়িতে গণেশ পুজো করবেন? জেনে নিন নিয়ম

সামনেই গণেশ চতুর্থী। বাড়িতেই পুজো করতে পারেন। সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। চতুর্থী তিথিতে গণেশ পুজো করেন অনেকেই। কী কী করবেন জানতে পড়ুন প্রতিবেদনটি।

author-image
Pallabi Sanyal
New Update
1wfdfvg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মুম্বইয়ের পাশাপাশি আমাদের রাজ্যেও ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী। অনেকেই চতুর্থী তিথিতে গণেশ পুজো করে থাকেন বাড়িতে। কিন্তু জানেন কি, গণেশ মূর্তি বসানোর নিয়ম রয়েছে। কীভাবে করবেন পুজো? 

Ganesh Chaturthi 2022: Main Rituals to Perform During the 10-Day Long  Ganeshotsav - News18


গণেশ পুজোর দিন সকালে স্নান করে প্রথমে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। এরপর কপালে তিলক কেটে  আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে পুজোয় বসুন।আসন যাতে ছেঁড়া না-হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গণেশ মূর্তি স্থাপনের সময় কাঠের চৌকি বা গম, মুগ ও জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে নিতে হবে। গণেশকে বসাতে হয় বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে। গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি-সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিন। গণেশ স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন।চৌকীর পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ-পূর্ব দিক প্রদীপ জ্বালান।নিজের ওপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও তিন বার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান। গণেশের ধ্যান করার আগে হাতে সুগন্ধ, ফুল ও অক্ষত নিন। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রীগণেশায় নমঃ বা ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করে যান।আসন প্রদানের পর গণেশকে স্নান করান। এ ক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো। সম্ভব না-হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন। এরপর নৈবেদ্য নিবেদন করুন।শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা ব্যক্ত করুন।