নিজস্ব সংবাদদাতা : গণেশ পুজোর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হল গণেশের শুঁড়। কোনদিকে শুঁড় থাকলে শুঁভ তা গুলিয়ে ফেলে অনেকেই। শাস্ত্রে এই শুঁড় কোন দিকে থাকবে, তার উপরে ভিত্তি করে গণেশ মূর্তি উপাসনার বিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এমন মূর্তিই ঘরে আনতে হবে, যার শুঁড় থাকবে বাম দিকে। একে বলা হয় বামমুখী গণেশ। আরো কিছু বিষয় মাথায় রাখুন গণেশ মূর্তি কেনার সময়।গণেশের উপবিষ্ট মূর্তি নিয়ে আসুন বাড়িতে। বাহন সমেত মূর্তি কিনুন। এমন গণেশ মূর্তিই ঘরে আনতে হবে, যেখানে মূর্তির সঙ্গে তাঁর মূষিক বাহনেরও অধিষ্ঠান আছে। বাহনের পিঠে উপবিষ্ট গণপতির মূর্তি হলে আরও ভাল।