ভুলে যাওয়া স্বাধীনতা যোদ্ধা- 'আল্লুরী সীতারাম রাজু'- এক যোদ্ধার কাহিনী

আল্লুরী সীতারাম রাজুর সম্বন্ধে জানুন।

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার ভারতীয়র ভূমিকা রয়েছে। যাদের বেশিরভাগ মানুষকেই আমরা মনে রাখিনি। আবার অনেককেই আমরা ভুলতে বসেছি। এরকমই ভুলে যেতে বসা এক যোদ্ধা হলেন আল্লুরী সীতারাম রাজু। গোটা ভারতের বেশিরভাগ মানুষই তার নাম এখন হয়ত জানেন না। তবে একসময় ইংরেজদের বিরুদ্ধে পিঠ সোজা রেখে দাঁড়িয়েছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একজন লোক নায়ক ছিলেন তিনি। আল্লুরী সীতারাম রাজু তেলুগু-ভাষী অঞ্চলের বাইরে খুব কম পরিচিত। ১৯২২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের সংগঠন করেন তিনি। তিনি গোদাবরীর উত্তরে রামপা অঞ্চলে আদিবাসীদের সংগঠিত করেন। ব্রিটিশরা তাকে কাবু করতে বেগ পেয়েছিল। তবে এই যোদ্ধার জীবনাবসান ঘটে টমাস জর্জ রাদারফোর্ডের হাতে। ১৯২৪ সালের ৭ মে আল্লুরী সীতারাম রাজুকে হত্যা করা হয়।