নিজস্ব প্রতিনিধি, কলম্বো : শ্রীলঙ্কায় রাস্তার ধারে যে ছোট ছোট খাবারের দোকান বা হোটেলগুলি রয়েছে তার খাবারের স্বাদ কেমন? কীভাবে পরিবেশন করা হয় খাবার? পরিবেশেনের স্টাইলই বা কেমন? এসব সম্পর্কে আগ্রহী হলে দেখুন ভিডিওটি। এএনএম নিউজ আপনাকে দেবে শ্রীলঙ্কার হোটেলের হাঁড়ির খবর। আমাদের প্রতিনিধি শিব কারনানি আপনাদের গাইড করবেন খাবারের জায়গা থেকে খাবার সম্পর্কে।