নিজস্ব সংবাদদাতা: চির বিদায় নিলেন বিখ্যাত চলচিত্র পরিচালক ডেভিড লিঞ্চ। "মুলহল্যান্ড ড্রাইভ" এবং টেলিভিশনের "টুইন পিকস" এর পিছনের যুগান্তকারী পরিচালক তিনি। ৭৮ বছর বয়সে পরলোক গমন করেছেন তিনি। তার পরিবারের তরফে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে।