New Update
নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে এক তিলোত্তমার বিচারের জন্য গর্জে উঠেছে গোটা কলকাতা। কিন্তু তাতেও সমাজের দুষ্কৃতীদের মনে ভয় নেই। তারা নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে তাদের কাজ। এর মাঝেই বহু তিলোত্তমা হচ্ছে অত্যাচার, নির্যাতন বা লোলুপ দৃষ্টির স্বীকার।
ঠিক তেমনটাই হল এই বাঙালি অভিনেত্রীর সঙ্গে। তিনি অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। টলিউড এবং ছোট পর্দা মিলিয়ে জমিয়ে কাজ করে চলেছেন। পাশাপাশি রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখানে নাচের ভিডিও পোস্ট করা ছাড়াও অন্যান্য ভ্লগিং করেন তিনি।
এবার সেই সোশ্যাল মাধ্যমেই কুপ্রস্তাবের শিকার হলেন এই নায়িকা।
সরাসরি নায়িকাকে শরীর নিয়ে কুশব্দের প্রয়োগ করে ফেসবুকে তার প্রোফাইলে প্রস্তাব দিয়েছে একজন যে সে নায়িকাকে বিয়ে করতে চায়। তবে তার পরের প্রস্তাবটা অত্যন্ত কুরুচিকর এবং আপত্তিজনক যা হয়তো যথাযথভাবে লেখাও যাবে না। নায়িকা সেই স্ক্রিনশট পোস্ট করেছেন।
এখানেও দেওয়া থাকল পাঠকদের জন্য। নায়িকা যে রীতিমতো হতাশ সেটা পরিষ্কার।
এবার প্রশ্ন উঠছে নায়িকা কি এরপর কিছু পদক্ষেপ নেবেন এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে? সেটা জানতেই আমরা ফোন করেছিলাম অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যকে। তিনি উত্তর দিলেন, "এরকম কমেন্ট শিল্পীদের কাছে নতুন না বিশেষ করে মহিলা শিল্পীদের কাছে। এর আগেও অনেক ম্যসেজ এসেছে সেগুলো নিয়ে পোস্ট করেছি প্রটেস্ট করেছি কমপ্লেন করেছি রিপোর্ট করেছি অনেককিছুই করেছি। মাকে নিয়েও পোলিও রুগী এরকম বলা হয়েছে। ওই পোস্টে প্রতিবাদ করে আমি সাকসেসফুল হয়েছিলাম। যে নিজে কমেন্ট করেছিল সে ব্যক্তিগতভাবে ওই পোষ্টের নিচে ক্ষমা চেয়েছে। কিন্তু তাও দেখি অন্যের মধ্যেও যে চেঞ্জ আসবে তেমন কিচ্ছু না। ওই একটা মানুষ দেখে দুটো মানুষ চুপ করে আরো চারটে মানুষ এসে যায় ওই ধরনের পোস্ট করতে। এদিকে এত প্রতিবাদ হচ্ছে তারপরেও আমাদের কানে কতগুলো এরকম খবর চলে এল। থামছে কি মানুষ? থামছে না, কিন্তু আমাদেরকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এটা দেখো ফেক প্রোফাইল। এরকম চার-পাঁচটা একটা মানুষেরই থাকে প্রোফাইল। ফেসবুকের তরফে রেস্ট্রিকশন নেওয়া উচিত যাতে এই ধরনের প্রোফাইল না ক্রিয়েট হয় কিন্তু ফেসবুকেও রিপোর্ট করে খুব একটা ইমপ্রুভমেন্ট আমি কিছু দেখিনি। এখন আর রেসপন্স করি না"। নায়িকা তাকে ব্লক করে দিয়েছেন ফেসবুক থেকে।
কোন ভিডিওতে এই কমেন্ট এসেছে দেখুন সেটা।