নিজস্ব সংবাদদাতা: বিনোদন দুনিয়ায় ঝড় তুলেছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। নয় দিনেই ১০০ কোটি পেরিয়ে গিয়েছে ছবির ব্যবসা। এদিকে আবার কেরালা স্টোরির বিষয়বস্তু নিয়ে বেশ কিছু রাজ্য মুখ ফিরিয়েছে। তামিলনাড়ুর (Tamilnadu) সিনেমা হলে ছবিটির প্রদর্শনী বন্ধ করার পাশাপাশি বাংলায় (West Bengal) সম্পূর্ণ নিষিদ্ধ (Ban) দ্য কেরালা স্টোরি। এবার একই চিত্র দেখা গেল বিদেশেও।
ব্রিটেনেও সিনেমা হলগুলিতে (Britain Movie Hall) বন্ধ রাখা হয়েছে ছবির প্রদর্শনী। ছবিটি দেখার জন্য অনেকেই আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন কিন্তু টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (British Board of Film Certification) এখনও ছবিটির বয়সের শংসাপত্র না দেওয়ায় এই সিদ্ধান্ত। অনুমোদন এসে গেলে অবশ্য হলে ছবির প্রদর্শনী শুরু নিয়ে আর সমস্যা থাকবে না।