Breaking news: ফেঁসে গেলেন বাদশা

বেজায় সমস্যায় পড়েছেন ব়্যাপার বাদশা। মাসখানেক আগে মুক্তি পেয়েছে বাদশার নতুন গান সনক। দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল গানটি। ইউটিউবের ট্রেন্ডিং বাদশার সনক।

author-image
New Update
Badsha


নিজস্ব সংবাদদাতাঃ  বেজায় সমস্যায় পড়েছেন ব়্যাপার বাদশা। মাসখানেক আগে মুক্তি পেয়েছে বাদশার নতুন গান সনক। দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল গানটি। ইউটিউবের ট্রেন্ডিং বাদশার সনক। কিন্তু, মাসখানেকের মধ্যেই এই গান নিয়ে তৈরি হল একট জটিল সমস্যা। অভিযোগ, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের এক বর্ষীয়ান পুরোহিত বাদশার গানে ক্ষুব্ধ। তাঁর মতে, গায়ক তাঁর গানে ভগবান শিবের নামের সঙ্গে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। ঘটনায় বাদশায় বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।