'কান' ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল বঙ্গ তনয়া 'তানিয়া'

৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে বঙ্গ তনয়া হলেন সেরা অভিনেত্রী।

author-image
Adrita
New Update
ষ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ 'কান' ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছে গেলেন বঙ্গ তনয়া অনসূয়া সেনগুপ্ত। অনসূয়া সেনগুপ্তকে দেখা গিয়েছিল অঞ্জন দত্তর ‘ম্যাডলি বাঙালি’ ছবির ‘তানিয়া’ চরিত্রে। তবে এবার টলিউডের গণ্ডি পেরিয়ে সোজা হলিউডে পৌঁছে গেলেন অনসূয়া। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, বুলগেরিয়ার পরিচালক কনস্ট্যানটাইন বোজানভের ছবি ‘দ্য শেমলেস’-এ অভিনয়ের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালের ‘Un Certain Regard’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনসূয়া সেনগুপ্ত। 

Add 1