নিজস্ব সংবাদদাতাঃ সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের দুই সন্তান ইউভান এবং ইয়ালিনি। বর্তমানে তারা আছেন ফুল ভ্যাকেশন মুডে। সপরিবারে তারা এখন জমিয়ে ছুটি উপভোগ করছেন।
/anm-bengali/media/post_attachments/33406f0c-525.png)
তিনি তার সোশ্যাল মিডিয়াতে ছুটিরএক মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন। সেই পোস্টে তাকে স্বামী রাজ এবং ছেলে ইউভানের সাথে কালো বিকিনিতে দেখা গিয়েছে। শরীরের কোথাও এতটুকু মেদের ছাপ নেই তার। তার অনুরাগীরা এই পোস্টে তাকে অনেক ভালোবাসা জানিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/8f558cce-69b.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)