ত্বকের যত্ন নিতে হবে

ত্বকের যত্ন নিতে হবে

মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে হবে। টোনার ব্যবহারের পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে। ত্বক উজ্জ্বল দেখতে লাগে।

সারা মুখে কনসিলার লাগানো উচিত নয়

সারা মুখে কনসিলার লাগানো উচিত নয়

মেকআপের সময়ে সারা মুখে কনসিলার লাগানো উচিত নয়। মুখে কোনও দাগছোপ থাকলে শুধু সেখানেই কনসিলার ব্যবহার করুন। চোখের তলায় কালি পড়লে তা ঢাকার জন্য কনসিলার লাগান।

তরল ব্লাশ ব্যবহার

তরল ব্লাশ ব্যবহার

আলিয়ার মতো গোলাপি গাল পেতে তরল ব্লাশ ব্যবহার করা ভালো। সেটা সহজেই ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। ফলে মেকআপ চড়া লাগবে না, জেল্লাও আসবে।

সারা মুখে ফেস পাউডার নয়

সারা মুখে ফেস পাউডার নয়

সারা মুখে ফেস পাউডার বা কমপ্যাক্ট পাউডার ব্যবহার না করে যে সব স্থানে কনসিলার লাগিয়েছেন, সেখানেই কমপ্যাক্ট পাউডার লাগান। নইলে ত্বক শুষ্ক দেখায়।

লিকুইড হাইলাইটার মেশান

ফাউন্ডেশনের সঙ্গে সামান্য লিকুইড হাইলাইটার মেশান। এতে ত্বক জেল্লাদার লাগবে দেখতে। মেকআপের পরেও আবার হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না।