নিজস্ব সংবাদদাতাঃ স্টেজে গান গাইতে উঠে জুটলো বঞ্চনা। ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন জনপ্রিয় বাঙালি গায়িকা (Bengali Singer) লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। আমডাঙায় পুলিশের ডাকে এক মাচা শো (Stage Show) করতে গিয়ে নিজের আইকনিক গান 'হৃদমাঝারে', 'ধাধিনা নাতিনা', 'আয় আয় কে যাবি' গাইছিলেন লোপামুদ্রা। এদিকে দর্শকের আসন থেকে অনর্গল তাঁর উদ্দেশ্যে বলা হচ্ছে "এই নেমে যা, এই নেমে যা"। ঠিক দর্শকদের আসনে সামনের সারিতে বসে কিছু শ্রোতা ধূমপানও (Smoking) করছিলো। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করেছেন তিনি। পাল্টা সেখানেই গায়িকা জবাব দিয়েছেন। বলেছেন, "এই শোন আমাকে এখানে ডাকা হয়েছে এক ঘণ্টা গান গাওয়ার জন্য। এক ঘণ্টার আগে যদি কেউ আমাকে স্টেজ থেকে নামাতে পারে, নামিয়ে দেখা।" তাহলে কি বাংলা গানের প্রতি বাঙালি শ্রোতাদের মধ্যেই জন্মাচ্ছে অনীহা?