বিয়ের পাঁচ মাসের মাথাতেই সুখবর দিলেন শ্রুতি-স্বর্ণেন্দু

জুলাই মাসে এক রবিবার রেজিস্ট্রি বিয়ে করেছিলেন শ্রুতি-স্বর্ণেন্দু। তার মাঝেই, বিয়ের পাঁচ মাসের মাথায় দিলেন বড় সুখবর।

author-image
Adrita
New Update
j

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হয়েছে রাঙা বউ ধারাবাহিক। প্রথম থেকে টিআরপিতে বেশ ভালো ফল করছিল শ্রুতি দাস আর গৌরব রায় চৌধুরীর এই মেগা। তবে টিআরপি নম্বর হঠাৎ কমে আসতেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল। মন খারাপ থাকলেও, গোটা ব্যাপারটা বেস স্পোর্টিংলিই নিয়েছেন শ্রুতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানিয়েছেন যে, ‘ খুব ভালো স্মৃতি নিয়ে শেষ হচ্ছে, এই প্রোজেক্টটা থেকে অনেক কিছু শিখলাম। তবে মন তো নিঃসন্দেহে খারাপ। ’

hiren

তবে ধারাবাহিক শেষ হলেও, ব্যক্তিগত জীবনে অনেক কিছু পেয়েছেন অভিনেত্রী। যা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সকলের সঙ্গে। শুক্রবারই অভিনেত্রীকে দেখা গিয়েছিল দশকর্মার দোকান থেকে কেনাকাটা করতে। অনেকেই ধরতে পারেননি, ঠিক কী উৎসব রয়েছে তাঁর বাড়িতে।

শনিবার ছবি দিয়ে নিজেই দিলেন সেই আপডেট। জানা গেল সেদিন ছিল শ্রুতির নতুন বাড়িতে গৃহপ্রবেশ। ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘ছোটবেলার স্বপ্নপূরণের আনন্দে মন পরিপূর্ণ। আনন্দ হল মা-বাবাকে তাঁদের নিজেদের বাড়ি বানিয়ে দেওয়া। আর সঙ্গে স্বামীর সঙ্গে যৌথভাবে দুটি ফ্ল্যাট কেনা।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়লেন #Grihoprobesh #newflats #thankyouuniverse #moretocome।

দেখা গেল লাল শাড়ি পরে পুজোয় বসেছেন শ্রুতি। গায়ে দেওয়া উত্তরীয়। মা-বাবার সঙ্গেও সেলফি শেয়ার করে নেন তিনি। ছবি রয়েছে স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। একটি ফোটোয় আবার দেখা গেল অভিনেত্রীর আলতা পরা পায়ে গৃহপ্রবেশের ছবি। 

 

এরপর শ্রুতিকে ভালোবাসায় ভরালেন তাঁর অনুরাগীরা। একজন কমেন্টে লিখলেন, ‘দিদি ভগবান তোমার মতো মেয়ে দিক ঘরে ঘরে। যে বাবা-মায়ের জন্য নতুন বাড়ি গড়বে। বৃদ্ধাশ্রমে পাঠাবে না।’ আরেকজন লিখলেন, ‘অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমার মতোলক্ষী রঙা বৌ আছে যে ঘরে, সেই ঘর সবসময় আলো হয়েই থাকবে। তৃতীয় জনের মন্তব্য, ‘শুভেচ্ছা অফুরান .. অনেক স্বপ্নপূরণ হোক তোমার এভাবেই’। গৃহপ্রবেশের পুজোর নিয়মকানুনের একটি ভিডিয়োও দিয়েছেন রাঙা বউ-এর পাখি ইনস্টাগ্রামে। দেখুন- 

সবাইকে চমকে দিয়েই জুলাই মাসে বিয়ের ছবি পোস্ট করেছিলেন শ্রুতি। রাঙা বউ-এর সেটেও কেউ ঘুণাক্ষরে টের পায়নি কী চলছে ভিতরে ভিতরে। 

hiren