প্রয়াত ''শোলে'' সিনেমা খ্যাত অভিনেতা সতিন্দর কুমার খোসলা

বলিউড সিনেমার প্রতি সাধারণ মানুষের উৎসাহ উত্তেজনা বরাবরই চরমে থাকে। সাধারণ মানুষ মুখিয়ে থাকে অভিনেতা অভিনেত্রীদের নানা খবরের জন্য। বলিউড গসিপ তাই 'হটকেক' থাকে সব সময়েই।

author-image
Adrita
New Update
act

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত বলিউড ছবি ''শোলে''-র (SHOLAY) অন্যতম অভিনেতা সতিন্দর কুমার খোসলা। বলিউড জগতে তিনি ''বীরবল'' নামেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ছিলেন ৮০ এর দশকের অভিনেতা। ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বন্ধু জুগনু অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের কারণে অসুস্থ ছিলেন।