নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সাইফ আলি খান। এরপর অভিনেতা তার বাসভবনে পৌঁছেছেন। পাপারাজ্জিকে দেখে হাত নাড়ালেন তিনি। হাত রয়েছে ব্যান্ডেজ। চলন একেবারেই নরমাল।
16 জানুয়ারির ভোরে সাইফ আলি খানকে তার বাসভবনে একজন অনুপ্রবেশকারী ছুরিকাঘাতের করেছিল। এরপরে নায়ককে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।