নিজস্ব সংবাদদাতা: পেজ থ্রি (Page 3 Magazine) ম্যাগাজিনের কভার পেজের মুখ হয়ে উঠতে বা অ্যাওয়ার্ড শোতে (Award Function) ট্রফি জিততে তাঁর কাছ থেকে চাওয়া হয়েছিলো টাকা, নিজের ছবি পোস্ট করে এমনটাই দাবি করলেন সেক্রেড গেমসের (Sacred Games) নায়িকা রাজশ্রী দেশপাণ্ডে (Rajshri Deshpande)। অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুই ক্ষেত্রেই সমান সাহসী এই নায়িকা। ছবিও ভর্তি সাহসিকতায়। পরনে কালো ব্রা আর শর্টস। ছবি আগুন ধরিয়ে দিলো সোশ্যাল মিডিয়ায়।