নিজস্ব সংবাদদাতা: নতুন বাংলা বছর শুরুর আগের দিন শ্রীলেখা জব্বর প্রশংসা করলেন আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাওয়া প্রসেনজিৎ-এর নতুন সিরিজ জুবিলির। শ্রীলেখার কথায়, জুবিলি একটি ‘মাস্টারপিস’। ১০ এপিসোডের এই সিরিজে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চল্লিশ ও পঞ্চাশের দশকের এক নামী প্রযোজক ও পরিচালক শ্রীকান্ত রায়ের চরিত্রে চমকে দিয়েছেন বুম্বাদা। সেই চমক অধরা থাকল না শ্রীলেখার চোখেও। একটানা জুবিলি দেখা শেষ করে শ্রীলেখার প্রতিক্রিয়া, ‘এই সিরিজ একটা মাস্টারপিস, সব দিক থেকে। চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজাইনিং-- সবকিছু দুর্দান্ত। আর দুর্দান্ত কাস্টিং। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হ্যাঁ, ঠিকই পড়ছেন। টলিউডের ভীষণ আপন বুম্বাদার স্ক্রিনে উপস্থিতি দাগ কাটল। ওঁনার সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তাই বলে অভিনেতা প্রসেনজিতের প্রশংসা করা থেকে আমি পিছপা হব না। এটা অভিনেতা হিসাবে অপর এক অভিনেতাকে বার্তা, যে নিজের উপস্থিতি দিয়েই কাঁপিয়ে দিয়েছে।’