সচেতনতা তৈরির জন্যই তিনি এই অভিনয় করেছেন

মৃত পুনম পাণ্ডে (Poonam Pandey)। দাবানলের মতো হু হু করে ছড়িয়ে পড়েছিল এই খবর। কেউ শোকবার্তা জানালেন, তো কেউ তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু এ কী! মৃত্যুর একদিনের মধ্যেই আবার বেঁচে উঠলেন লাস্যময়ী মডেল-অভিনেত্রী। নিজের মৃত্যুর নাটক করার জন্য ক্ষমা চেয়ে জানালেন, সার্ভাইক্যাল ক্যানসার বা জরায়ুমুখের ক্য়ানসার নিয়ে সচেতনতা তৈরির জন্যই তিনি এই অভিনয় করেছেন।

মামলা দায়ের করার দাবি করেন নির্দল এমএলসি

মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য সত্যজিৎ তাম্বে শনিবারই মুম্বই পুলিশের কাছে আবেদন করেন যে মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তাঁর মৃত্যুর নাটক ও ভুয়ো খবর ছড়ানোর জন্য। আত্মপ্রচারের জন্য এই চরম পন্থা নেওয়ায়, পুনমের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি করেন নির্দল এমএলসি।