কার প্রেমে হাবুডুবু খাচ্ছে নুসরতের প্রাক্তন?

সৌরসেনী মৈত্র ও নিখিল জৈনর  সম্পর্ক নিয়ে গুঞ্জন নেহাত কম নয়।একাধিক ঘনিষ্ঠ সূত্রে খবর তাঁদের মধ্যে সম্পর্ক আরও ঘনীভূত। আর সেই জল্পনাই আরও উস্কে দিল সৌরসেনীর জন্মদিনে নিখিলের পোস্ট।

author-image
New Update
Nikhil


নিজস্ব সংবাদদাতাঃ  সৌরসেনী মৈত্র ও নিখিল জৈনর  সম্পর্ক নিয়ে গুঞ্জন নেহাত কম নয়।একাধিক ঘনিষ্ঠ সূত্রে খবর তাঁদের মধ্যে সম্পর্ক আরও ঘনীভূত। আর সেই জল্পনাই আরও উস্কে দিল সৌরসেনীর জন্মদিনে নিখিলের পোস্ট।  সম্প্রতি তাঁদের নতুন পোশাকের উদ্বোধনের পূর্বে তার ফটোশ্যুট সারেন দুজনে। সূত্রের খবর, সেই শ্যুটিংয়ের সময়েই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন তাঁরা। ক্যাপশনে নিখিল লিখলেন , 'শুভ জন্মদিন সৌরসেনী। চিরকাল এভাবেই হাসতে থাকো।' সেই সঙ্গে লিখলেন, 'খালি অন্ধকার থেকে সাবধানে'...। ফলে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ এখন কেমন তা নিয়ে ফের জল্পনা তুঙ্গে।