'আদিপুরুষ'-এ যৌনতার সুড়সুড়ি! কলকাতা হাইকোর্টে মামলা

'আদিপুরুষ' মুক্তি পাওয়ার পর থেকেই এই সিনেমাটিকে নিয়ে নানা কারণে নানা ধরনের বিতর্ক এবং সমালোচনা তুঙ্গে। এবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হল মামলা।

author-image
Anusmita Bhattacharya
New Update
adipurush

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দিল্লি, এলাহাবাদের পর এবার 'আদিপুরুষ' নিয়ে মামলা উঠল কলকাতা হাইকোর্টে। নিন্দা-সমালোচনার জেরে ইতিমধ্যে ছবিটি বক্স অফিসে বড়সড়ভাবে মুখ থুবড়ে পড়েছে। আর এবার একের পর এক আইনি জটেও জড়িয়ে পড়ছে ওম রাউত পরিচালিত ধার্মিক সিনেমা। রামায়ণের মতো মহাকাব্যকে নির্ভর করে তৈরি করা গল্পে অযথা যৌনতার সুড়সুড়ি দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলেই আদালতে গেছেন আইনজীবী তন্ময় বসু।

শনিবার বিচারপতি টি. এস. শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলা দাখিল করা হয়। আইনজীবী তন্ময় বসু অভিযোগ করেন যে রামায়ণের মতো মহাকাব্যকে 'আদিপুরুষ'- এর মতো সিনেমায় বিকৃত করা হয়েছে। আর যে নারী চরিত্রদেরকে মানুষ মাতৃজ্ঞানে পুজো করে তাঁদের অশালীন পোশাকে দেখানো হয়েছে। জানা গেছে যে আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।