‘জওয়ান’ পরিচালককে নিয়ে মুখ খুললেন নয়নতারা

শাহরুখ খান, দীপিকা, বিজয় সেতুপতি এবং নয়নতারা অভিনীত ২ ঘন্টা ৪৯ মিনিটের 'জওয়ান' ছবি থেকে বাদ পড়েছে নয়নতারার একাধিক দৃশ্য। ক্যামিও চরিত্রে থেকেও লাইমলাইটে দীপিকা।

author-image
Adrita
New Update
a

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নয়নতারা। দক্ষিণের মহিলা সুপারস্টারদের একদম প্রথম সারিতেই রয়েছে তার নাম। রজনীকান্ত, কমল হাসান, প্রভাস, আল্লু অর্জুনদের মতো পুরুষ সুপারস্টারদের ভিড়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই সুন্দরী। সামান্থা রুথ প্রভুর মতো নায়িকারাও অনুপ্রাণিত হয় তাঁকে দেখে। তবে এবার তিনি শুধু দক্ষিণী সিনেমাই নয়। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের হাত ধরে প্রবেশ করলেন বলিউডে। বলিউডে এই 'জওয়ান' এর মাধ্যমেই ডেবিউ করলেন নয়নতারা। আর বলাই বাহুল্য যে, বলিউড ডেবিউতেও অপ্রতিরোধ্য তিনি।  

ফোর্স ওয়ান হেড নর্মদা রাইয়ের চরিত্রে ‘জওয়ান’-এ দেখা মিলেছে তার। গল্পে আজাদ চরিত্রের নায়িকা তিনি। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন শুরু হয়েছে ছবিতে ক্যামিও চরিত্রে থাকা দীপিকাকে নিয়ে। তার সাথে বাড়তি গুরুত্ব দেওয়া নিয়ে পরিচালকের উপর খানিক অসন্তুষ্টও হয়েছেন নয়নতারা। তাই ‘জওয়ান’-এর প্রমোশন থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি।

আসলে শুরু থেকেই জানানো হয়েছিল জওয়ান-এ ক্যামিও অ্যাপিয়ারেন্সে রয়েছেন দীপিকা পাড়ুকোন। যদিও ছবি দেখবার সময় অনেকেই অবাক হয়েছেন দীপিকার স্ক্রিন টাইম এবং চরিত্রের গুরুত্ব দেখে। শাহরুখের সঙ্গে দীপিকার রোম্যান্স থেকে ইমোশ্যানাল মুহূর্ত রয়েছে ছবির বড় অংশ জুড়ে। প্রসঙ্গত, জওয়ানে বিক্রম রাঠোরের স্ত্রী ঐশ্বর্য রাঠোরের ভূমিকায় দেখা মিলেছে দীপিকার। একদিকে তিনি শাহরুখের মা, আবার স্ত্রী! পাল্লায় বেশ ভারী ঐশ্বর্যের চরিত্রায়ন। নয়নতারার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, ‘সেই কারণেই হয়ত আগামিতে বলিউড প্রোজেক্টে নয়নতারাকে দেখা নাও যেতে পারে, অন্তত খুব শীঘ্র তো নয়ই। দক্ষিণের লিডিং হিরোইন নয়নতারা, এমন আচরণ মোটেই পছন্দ হয়নি তাঁর’। গত সপ্তাহে মুম্বইয়ে অনুষ্ঠিত ‘জওয়ান’-এর সাক্সেস মিটেও হাজির ছিলেন না নয়নতারা, যা এই বিতর্কের আগুনে ঘি ঢালে। গোটা বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি অ্যাটলি। 

বৃহস্পতিবার ছিল অ্যাটলি কুমারের জন্মদিন। ইনস্টাগ্রামে তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নায়িকা লেখেন, 'তোমাকে নিয়ে গর্বিত,শুভ জন্মদিন’। মাত্র দুটি বাক্যেই অভিনেত্রী বুঝিয়ে দিলেন পরিচালকের সঙ্গে তার মনোমালিন্যের খবর ভুয়ো। 

নয়নতারার সঙ্গে অ্যাটলির সম্পর্ক বহু পুরোনো। সহকারী পরিচালকের গণ্ডি পার করে যখন প্রথম পরিচালকের আসনে বসেন অ্যাটলি কুমার, তখন নয়নতারাকেই নিজের নায়িকা হিসাবে বেছেছিলেন। ছবির নাম রাজা রানী। পরবর্তীতে অ্যাটলির ব্লকবাস্টার ছবি ‘বিগিল’-এর লিডিং লেডি হিসাবেও দেখা যায় তাঁকে। ‘জওয়ান’-এর নায়িকা হিসাব অ্যাটলির প্রথম এবং একমাত্র পছন্দ ছিলেন নয়নতারা।