২০ বছর পর ফের শক্তিমানের পোশাকে মুকেশ খান্না! কী বললেন তিনি...

নতুন করে শক্তিমান সিরিয়ালটি তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে কী বললেন অভিনেতা মুকেশ খান্না...

author-image
Tamalika Chakraborty
New Update
mukesh khanna


নিজস্ব সংবাদদাতা: অভিনেতা মুকেশ খান্না 'শক্তিমান'-এর তাঁর আইকনিক চরিত্রটি পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে শুরু করেছেন।  এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুকেশ খান্না বলেন, "এই চরিত্রটি আমার অন্তরের একটি স্তর। আমি ব্যক্তিগতভাবেও মনে করি, এই  আমার মনের গভীর স্তরকে শক্তিমান চরিত্রটি এসেছে। আমি  শক্তিমান চরিত্রে ভালো অভিনয় করেছি কারণ এটি আমার ভেতর থেকে এসেছে।  অভিনয় মানেই আত্মবিশ্বাস। আমি যখন আমি শুটিং করছি তখন ক্যামেরার কথা ভুলে যাই।  আমি আবার শক্তিমান হওয়ার ব্যাপারে অন্যদের থেকেও বেশি খুশি হয়েছি। আমি আমার দায়িত্ব পালন করছি যা আমি ১৯৯৭ সালে শুরু করেছিলাম এবং ২০০৫ সাল পর্যন্ত চলেছিল। আমি মনে করি আমার কাজ জনগণের কাছে পৌঁছানো উচিত।  আজকের প্রজন্ম অন্ধভাবে ছুটছে। তাদের থামাতে হবে এবং তাদের শ্বাস নিতে হবে। সেই কারণে শক্তিমান চরিত্রটি অত্যন্ত প্রয়োজনীয়।"