সকাল থেকে সন্ধ্যা, চললো পুষ্পা ধামাকা, গ্রেফতার হয়ে পেলেন জামিনে মুক্তি

প্রত্যেকেই পুষ্পা কে নিয়ে যেন বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
allu arjun arr

File Picture

নিজস্ব সংবাদদাতা: একেই বলে নাটকীয় পট পরিবর্তন! সকাল থেকে আল্লু অর্জুন জ্বরে কাবু গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। সকালে থেকে অভিনেতার জীবন যাত্রা গেল এরকম – ‘এলাম, দেখলাম, জয় করলাম’। সকালে হলেন গ্রেফতার, দুপুরে পেলেন ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত। আর সন্ধ্যায় পেলেন জামিনে মুক্তি।

এদিন নমপল্লী আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ছিল আল্লু অর্জুনকে। সেই সময় চরম ভাবে চাপের মুখে পড়েন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এই মাসের শুরুতে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারের দিন সিনেমা মুক্তিকে ঘিরে এবং অভিনেতাকে এক ঝলক দেখার জন্যে যে হুড়োহুড়ি পড়েছিল প্রেক্ষাগৃহে, তাতে পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান। এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিনেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

WhatsApp Image 2024-12-13 at 16.39.51

এদিন তাঁকে গ্রেফতারের পর মেডিক্যাল চেক আপ করিয়ে নিয়ে যাওয়া হয় নমপল্লী আদালতে। সেখানে তাঁর পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। তিনি সোমবার পর্যন্ত গ্রেফতারি স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন। কিন্তু তাঁর আবেদনকে মান্যতা দেয়নি আদালত। তার বদলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 

কোর্ট অর্ডার হাতে পেতেই অভিনেতার আইনজীবী দৌড়ান হাইকোর্টে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আর তার কিছুক্ষণের মধ্যেই তেলেঙ্গানা হাইকোর্ট স্বস্তির খবর শোনায়। অভিনেতার জামিন মঞ্জুর করেছে আদালত। 

এক্ষেত্রে হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘তাঁর জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে। তাঁকে তাঁর মৌলিক অধিকার থেকে কোনও ভাবেই বঞ্চিত করা যায়না। ওই মহিলার মৃত্যু অবশ্যই বেদনাদায়ক। কিন্তু তাঁর জন্যে যে কাউকে দোষারোপ করা যায় না’।

a3ana7l8_allu-arjun-being-arrested-_625x300_13_December_24

অভিনেতা মুক্তি পেতেই আনন্দের উচ্ছ্বাস দেখা যাচ্ছে অনুগামীদের মধ্যে। প্রত্যেকেই পুষ্পা কে নিয়ে যেন বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।