‘লাপাতা লেডিস’-এর অস্কার ছোঁয়া হল না, থামলো দৌড়

গত মাসে, ‘লস্ট লেডিস’ শিরোনামে ছবিটির একটি নতুন পোস্টার উন্মোচন করা হয়েছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Lapata ladies

File Picture

নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস আগেই এসেছিল সুখবরটা। অস্কারের মঞ্চে স্থান করে নিয়েছিল ভারতীয় ছবি ‘লাপাতা লেডিস’। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেল সেই চিত্র। ফের একবার অস্কারের দৌড়ে নাম লিখিয়েও শেষ মুহুর্তে ছিটকে গেল ভারতীয় ছবি।

কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার ২০২৫-এ ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রবেশ ছিল। কিন্তু শীর্ষ ১০-এর বাছাইয়ে এই ছবি বাদ পড়ে গেল। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আসন্ন ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডসের জন্যে ১০টি বিভাগের শর্টলিস্ট ঘোষণা করেছে৷ 

laapataa ladies

আগামী সপ্তাহে মঙ্গলবার রয়েছে অস্কার অনুষ্ঠান। তবে, এই তালিকায় কিরণ রাও-এর সর্বশেষ ছবির নাম ছিল না। আমির খান প্রোডাকশন, কিন্ডলিং পিকচার্স এবং জিও স্টুডিওর ব্যানারে নির্মিত, ‘লাপাতা লেডিস’ এই বছরের ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সেই নামই থাকার কথা ছিল অস্কারের তালিকায়। তবে যে শর্টলিস্ট ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই ছবিটির।  

পরিচালক কিরণ রাও এবং প্রযোজক আমির খান সহ ছবির টিম ইতিমধ্যেই আসন্ন অ্যাকাডেমি পুরস্কারের জন্য প্রচার শুরু করেছে৷ সম্প্রতি লন্ডনে ছবিটির প্রদর্শনী হয়েছে। গত মাসে, ‘লস্ট লেডিস’ শিরোনামে ছবিটির একটি নতুন পোস্টার উন্মোচন করা হয়েছিল। এটি আন্তর্জাতিক দর্শকদের নজরে আনার জন্য হাইলাইট করা হয়েছে। যার জন্যে হিন্দি শব্দ ‘লাপাতা’-এর ইংরেজি শব্দ ‘লস্ট’ ব্যবহার করা হয়েছে এই পোস্টারে।

Laapataa Ladies

ছবিটিতে অভিনয় করেছেন নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ এবং ছায়া কদম। গ্রামীণ ভারতের পটভূমির বিপরীতে সেট করা, ‘লাপাতা লেডিস’ দুই কমবয়সী বধূর গল্প নিয়ে আবর্তিত হয়েছে যারা একটি ট্রেনে অদলবদল হয়ে যায়। এই নিয়েই ছবির প্রেক্ষাপট। এবার প্রথম থেকে থাকলেও, শেষ ১০-এ পৌঁছানোর আগেই ছিটকে গেল ‘লাপাতা লেডিস’।