কাজের পরিবেশ নষ্ট হচ্ছে, শাস্তি সমর্থন করি না

এবার বিনোদন জগতের রাজনীতি নিয়ে কথা বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
HTRW

নিজস্ব সংবাদদাতা: পরিচালক রাহুল বন্দ্যোপাধ্যায়কে টলিপাড়ার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’-র তরফে থেকে আগামী তিন মাস বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি নাকি সংগঠনের নিয়ম ভেঙে বাংলাদেশে গিয়ে শ্যুটিং সেরেছেন। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, "পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ঘোষণায় ভুল থাকলেও শাস্তি সমর্থন করি না। আলোচনা হতে পারত।

Director Rahool Mukherjee Kunal Ghosh | Kunal Ghosh protested the  federation's punishment against director Rahul Mukherjee dgtl - Anandabazar



ফেডারেশনের কিছু কাজ টলিউডের ক্ষতি করছে। প্রযোজক, পরিচালকরা বিরক্ত হচ্ছেন। কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। আজ কেউ মুখ খুলছে না, কিন্তু ভবিষ্যতের জন্য তোলা থাকছে। আরও কাজ আসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে।"

kunal-ghosh







Adddd