মায়ের থেকে কি মাসির ওপর দরদ বেশি? এবার পুজোয় কোন কোয়েলকে চান আপনি?

একটা সময় পর্যন্ত টলিউড পাড়ায় দাপট দেখিয়েছেন তিনি। কিছুদিন নিজের সন্তান কবীরের জন্য নিজের কাজ বন্ধ রেখেছিলেন কোয়েল মল্লিক।

author-image
Anusmita Bhattacharya
New Update
koel

কোয়েল মল্লিক

নিজস্ব সংবাদদাতা: একটা সময় পর্যন্ত টলিউড পাড়ায় দাপট দেখিয়েছেন তিনি। কিছুদিন নিজের সন্তান কবীরের জন্য নিজের কাজ বন্ধ রেখেছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। তবে এবার আবার ফিরছেন। আসন্ন পুজোয় হল কাঁপাবেন রঞ্জিত কন্যা। সুচিত্রা ভট্টাচার্যের গল্প ‘সারান্ডায় শয়তান’ এবার পর্দায় আসছে। তার নাম ‘জঙ্গলে মিতিন মাসি’ (Mitin Masi)। বাংলা বছরের প্রথম দিনেই প্রকাশ্যে এলো পোস্টার। ছবির পোস্টারের বিবরণীতে লেখা হয়েছে এই ‘দুর্গাপুজোয়...এক দিকে মা। অন্য দিকে মাসি।’