২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান

২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান

২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান। ভারতীয় বক্স অফিসে আয়ের নিরিখে হিন্দির ছবির তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছিল ‘পাঠান’, বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেন সানি দেওল।

গদর ২ এবং পাঠান-এর হিন্দি সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে

গদর ২ এবং পাঠান-এর হিন্দি সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে

এই মুহূর্তে দেশের বক্স অফিসে জওয়ানের মোট আয় আয় ৫৮১.৪৩ কোটি টাকা (তামিল,তেলুগু ভার্সন মিলিয়ে)। জওয়ান ইতিমধ্যেই গদর ২ এবং পাঠান-এর হিন্দি সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে।

শাহরুখ খান সেরা তিনের দুটি জায়গাই নিজের দখলে রেখেছেন

শাহরুখ খান সেরা তিনের দুটি জায়গাই নিজের দখলে রেখেছেন

শাহরুখ খান সেরা তিনের দুটি জায়গাই নিজের দখলে রেখেছেন।’ পাঠান ৫০০ কোটির ক্লাবে ঢুকতে সময় নিয়েছে ২৮দিন। সেখানে মাত্র ২৪ দিনেই ৫০০ কোটির ঘরে ঢুকে পড়ে গদর ২।