৭ সেপ্টম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘জওয়ান’

গত ৭ সেপ্টম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘জওয়ান’। সেখানে 'জওয়ান'-এর আয় ১২,১০৮,৬৩৯ ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ১০০ কোটি টাকা। যদিও আমেরিকায় মাত্র ৮২৬টি হলে মুক্তি পেয়েছে শাহরুখের এই ছবি, হলিউডের ছবিগুলির তুলনায় অনেক কম হল পেয়েছে এটি।

পঞ্চম স্থানে রয়েছে ভারতীয় 'বাদশা'র ‘জওয়ান’

এই মাসেই মুক্তি পেয়েছে হলিউডের ছবি দ্য ইকুয়ালাইজার-৩। যার আয় ৭৩,৬৭৩,৮৪৮ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৬১৩ কোটি টাকা। এরপরেই রয়েছে দ্য নান II। এই ছবির আয় ৫৬,৩২৭,৭৩৮ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৬৯ কোটি টাকা। ৪র্থ স্থানে মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং যার আয় ভারতীয় মুদ্রায় ১৫৫ কোটি টাকা। আর পঞ্চম স্থানে রয়েছে ভারতীয় 'বাদশা'র ‘জওয়ান’।

১৩ তম দিনের জন্য ১.১৫ লক্ষ টিকিট বিক্রি

১২ তম দিনে ভারতীয় বক্স অফিসে 'জওয়ান'-এর আয় ১৬ কোটি টাকা। সবমিলিয়ে তাই ভারতীয় বক্স অফিসে এই মুহূর্তে জওয়ান-এর আয় দাঁড়িয়েছে ৪৯৩.৬৩ কোটি টাকা। এদিকে আবার ১৩ তম দিনেই জন্য 'জওয়ান'-এর ইতিমধ্যেই ১.১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।