২০২৪ সালেই বিরুষ্কার দ্বিতীয় সন্তান, ভবিষ্যদ্বানী করা হয়েছিল আট বছর আগেই

১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান হয়েছে। কিন্তু আট বছর আগেই ভবিষ্যদ্বানী করা হয়েছিল, ২০২৪ সালে বিরুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
viral and anuskha .jpg

নিজস্ব সংবাদদাতা : ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান হয়েছে। ভামিকার পর তারকা দম্পতির কোলে আসে পুত্র সন্তান। তার নাম রাখা হয়েছে অকায়।  কিন্তু ২০২৪ সালে বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান হবে,তা আট বছর আগেই ভবিষ্যদ্বানী করা হয়েছিল। 'স্টারস অ্যান্ড অ্যাস্ট্রলজি' নামের একটি ফেসবুক পেজে ভবিষ্যদ্বাণী করেন এক জ্যোতিষী। সেখানে তিনি জানিয়েছিলেন, ২০১৬ সালে তিনি লিখেছিলেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে বিরাটের দ্বিতীয় সন্তান হতে পারে।

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg