নিজস্ব সংবাদদাতা : ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান হয়েছে। ভামিকার পর তারকা দম্পতির কোলে আসে পুত্র সন্তান। তার নাম রাখা হয়েছে অকায়। কিন্তু ২০২৪ সালে বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান হবে,তা আট বছর আগেই ভবিষ্যদ্বানী করা হয়েছিল। 'স্টারস অ্যান্ড অ্যাস্ট্রলজি' নামের একটি ফেসবুক পেজে ভবিষ্যদ্বাণী করেন এক জ্যোতিষী। সেখানে তিনি জানিয়েছিলেন, ২০১৬ সালে তিনি লিখেছিলেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে বিরাটের দ্বিতীয় সন্তান হতে পারে।