Big News: 'শাহজাহান' থ্রিলার শেষ! খুঁজে পাওয়া গেল কলকাতায়

শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নের মাঝেই শাহজাহানের খোঁজ মিলল।

author-image
Anusmita Bhattacharya
New Update
kothayshahjahan

নিজস্ব সংবাদদাতা: শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নে তোলপাড় গোটা বাংলা। ঠিক তখনই শাহজাহানের খোঁজ মিলল কলকাতায়। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় তাঁর "কোথায় শাহজাহান" নামক সাসপেন্স থ্রিলার ছবির গল্প লেখা শেষ করে দেওয়ার পর এবার শুটিং শুরু করেছেন। অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। একটি চা বাগানের কর্তার উধাও হয়ে যাওয়া নিয়ে এই গল্প। শুটিং হচ্ছে কলকাতায়।