Ind vs Pak: অরিজিতের নতুন চমক ! কি কি হবে জানেন ?

ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসি বিশ্বকাপ ১৪ অক্টোবর শনিবার আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

author-image
Adrita
New Update
চ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে অপেক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র কিছু ঘণ্টা বাকি রয়েছে হাতে। রাত পোহালেই আসবে সেই বহু প্রতীক্ষিত দিন, সেই মুহূর্ত যার অপেক্ষায় রয়েছেন কয়েকশো কোটি ভক্ত। তবে এবারের আইসিসি বিশ্বকাপে শুধু খেলাই নয়। রয়েছে আরও কিছু অপ্রত্যাশিত চমক। যা দেখে হয়তো এবারের বিশ্বকাপ আরও অনেক বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে।  

hiring.jpg

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর ম্যাচে এই দুই দেশ একে অন্যের বিরুদ্ধে খেলতে নামবে এদিন। এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনার শেষ নেই। বলাই বাহুল্য যে দেশ এদিন জিতুক না কেন সেই দেশের মনোবল যে এদিন অনেকটাই বেড়ে যাবে সেটা স্পষ্ট। তবে এদিনের ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে বিসিসিআই। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া যেন ইতিহাসের পাতায় এই ম্যাচকে জায়গা করে দিতে বদ্ধপরিকর। আর সেই জন্য ম্যাচের আগে দর্শকদের জন্য একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের আগে হার্টথ্রব প্লেব্যাক গায়ক অরিজিৎ সিংয়ের একটি বিশেষ পারফরম্যান্স রয়েছে। তার এই বিশেষ পারফরম্যান্সের মধ্যে দিয়েই শুরু হবে বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। বিসিসিআই জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টায় শুরু হবে অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স।

তবে শুধু অরিজিৎ সিং নন, থাকেবেন আরও কয়েকজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তারা হলেন শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং। 

 

এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপ শুরুর সময় বিসিসিআই কোনও ওপেনিং সেরিমনির আয়োজন করেনি। তাই মনে করা হচ্ছে এই সংস্থা এবার ভারত পাক ম্যাচের আগের এই অনুষ্ঠানটিকেই ওপেনিং সেরিমনির মতো করে আয়োজন করবে। বাড়িয়ে দেবে ম্যাচের উত্তাপ। 

বিসিসিআইয়ের তরফে এদিন টুইট করে জানানো হয়েছে, 'ভারত পাক ম্যাচ শুরু হবে একটি বিশেষ পারফরমেন্স দিয়ে। সবাই তৈরি হয়ে যান এই দারুণ গানের অনুষ্ঠানের জন্য। অরিজিৎ সিং এদিন পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গান গাইবেন।' এরপর সেই অনুষ্ঠানের সময় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও দুটি টুইট করে জানানো হয় যে সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও এদিন পারফর্ম করবেন। 

hiring 2.jpeg