নিজস্ব সংবাদদাতা: অভিনেতা অক্ষয় কুমারকে থুতু ছেটালে কিংবা চড় মারলেই ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ‘OMG 2’ কে কেন্দ্র করে মারাত্মক ঘোষণা করল আগ্রার রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ভারত। শুক্রবারই মুক্তি পেয়েছে ‘ওহ মাই গড ২’। প্রথম দিনে বক্সঅফিসে রেকর্ড গড়তে না পারলেও সিনেসমালোচকদের মার্কশিটে ভাল নম্বর পেয়েছে। OMG 2’তে অক্ষয় কুমার শিবদূত। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, এই সিনেমায় হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। হিন্দু পরিষদ ভারত সংগঠন এই সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার দাবিও করেছে।