বলিউড প্রেমীরা একদম মিস করবেননা এইসব সিনেমা!

আপনিও যদি বলিউড সিনেমার ভক্ত হয়ে থাকেন তবে আপনার জন্য রইল এই অনবদ্য কয়েকটি সিনেমা। আইএমডিবি (IMDB) রেটিং অনুযায়ী এই সিনেমাগুলি শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
gvjj

নিজস্ব সংবাদদাতা: বলিউড মুভি মানে অ্যাকশন, থ্রিলার,প্রেম, বিনোদনে ভরা একদম ফুল ধামাকা প্যাকেজ। বলিউড সিনেমা গুলির গল্পের বুনন, অনবদ্য পরিচালনা, উন্নত মানের ভিএফএক্স, মন মাতানো গান, নজরকাড়া মেক আপ আর সবশেষে ধামাকাদার সংলাপ এক নিমেষেই মন কাড়তে পারে যে কোন সিনেমা প্রেমীর। একটার পর একটা সিনেমা রিলিজ হচ্ছে এবং একটা আরেকটাকে ছাপিয়ে যাচ্ছে। আপনিও যদি বলিউড সিনেমার ভক্ত হয়ে থাকেন তবে আপনার জন্য রইল এই অনবদ্য কয়েকটি সিনেমা। আইএমডিবি (IMDB) রেটিং অনুযায়ী এই সিনেমাগুলি শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে। 

টুওয়েলথ ফেল (12th Fail)
 ভারতের ডাকাত রাজধানী চম্বলের একটি ছোট্ট ছেলের গল্প। তার স্বপ্ন ছিল সে একদিন আইপিএস হবে। দিল্লির মুখার্জী নগরে গিয়ে সে একটি ইউপিএসসি কোচিং নেয়। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে, বান্ধবী শ্রদ্ধা এবং তার বন্ধুদের সহায়তায় সে তার লক্ষ্য অর্জন করতে পারে।
আইএমডিবি রেটিং : ৯.১

গোলমাল (১৯৭৯)
 এটি একটি ক্লাসিক কমেডি বলিউড মুভি। এটি রামপ্রসাদের গল্পকে বর্ণনা করছে। রামপ্রসাদ তার মালিক ভবানীর হয়ে কাজ করতেন। মালিক ও কর্মচারীর মজার কাহিনী নিয়েই নির্মিত এই সিনেমা। 

থ্রি ইডিয়টস (২০০৯)
 এই তিন বন্ধুর গল্প আপনাকে কাঁদতে বাধ্য করবে। রাজু, ৱ্যাঞ্চো এবং ফারহান তিনজনেই একটি শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করত। তিনজনের স্বপ্ন কিভাবে পূরণ হচ্ছে সেই গল্পই বলবে আপনাকে এই সিনেমা।
আইএমডিবি রেটিং : ৮.৪

ব্ল্যাক ফ্রাইডে (২০০৪)
 ব্ল্যাক ফ্রাইডে মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হাড় হিম করা এক গল্প।
আইএমডিবি রেটিং : ৮.৪

তারে জামিন পার (২০০৭)
আমির খান অভিনীত তারে জামিন পর একটি আট বছর বয়সী ছেলের গল্প যে কিনা সঠিকভাবে পড়তে বা লিখতে পারে না। এই ছেলেই কিভাবে পড়াশোনার বাইরে গিয়ে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরছে সেই গল্প বলছে এই সিনেমা।
আইএমডিবি রেটিং : ৮.৩

 

v

স্ব

স

স